মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে মামলার ৮৭ জন আসামির মধ্যে ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।
জামিন পাওয়া নেতারা হলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল, আইনজীবী কামাল ও ছাত্র সোহাগ।
আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বাংলানিউজকে জানান, আড়াইহাজারে আরেকটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৭ জন জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। সেদিন আজাদ হাজির হলে ৩১ তারিখ পর্যন্ত তাকে জামিন দেন আদালত।
তিনি জানান, মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় দলের ৮১ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত চার জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।
৬ সেপ্টেম্বর আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বাধা দিলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করেন পুলিশের একজন এসআই।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএ