ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ বিএনপির বিক্ষোভ সমাবেশ

বগুড়া: ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে  বিক্ষোভ সমাবেশ করেন তারা।
 
দলের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।


 
তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে কোনো গণতন্ত্র নেই। পুরোপুরি বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠরোধ করছে। মাইকে তাদের বক্তব্য দিতে দিচ্ছে না। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা করেই চলছে সরকার ও তাদের সন্ত্রাসী বাহিনী।
 
তিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ও সাংবাদিকদের আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি মতিউর রহমান, অ্যাডভোকেট রাফী পান্না, আহসানুল তৈয়ব জাকির, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, এমআর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি কাউন্সিলর সিপার আল বখতিয়ার, আব্দুল গফুর দারা, জহুরুল ইসলাম ফুয়াদ, সুলতান আহম্মেদ, রোকন, মামুন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।