ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন জেল হত্যা দিবস স্মরণে খাগড়াছড়িতে র‌্যালি

খাগড়াছড়ি: নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালিত হয়েছে।দিনটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের কদমতলী এলাকা থেকে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

অন্যদিকে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের ব্যানারে আলাদাভাবে জেলা হত্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।