রোববার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় বাকতা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন জানান, বিএনপি সমাবেশ ডাকার পর একই মাঠে একই সময়ে স্থানীয় শ্রমিকলীগ সমাবেশ আহ্বান করে মাইকিং করে।
এর আগে গত শনিবার (৪ নভেম্বর) ১ নম্বর নাওগাঁও ইউনিয়নে বিএনপি কর্মী সমাবেশ করতে চাইলে একই স্থানে সমাবেশ আহ্বান করে স্বেচ্ছাসেবক লীগ। পরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় এতে বাধা দেয় পুলিশ। ফলে সেখানেও সমাবেশ করা হয়নি বিএনপির।
বাকতা ইউনিয়নে বিএনপির সমাবেশ স্থগিতের বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, বিএনপি ও শ্রমিক লীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএএএম/এএ