ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বরিশালে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল: বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে র‌্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট থেকে র‌্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিএম কলেজ শাখা ছাত্রমৈত্রীর সভাপতি ইমরান নূর নিরবের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।



কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি ও বরিশাল মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরোখ তমাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি অতুলন দাস আলো, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মিন্টু দে, বিএম কলেজ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা অসাম্প্রদায়িক বিজ্ঞানভিত্তিক গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, ক্যাম্পাসে অসাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ, বিএম কলেজের পরিবহন ও আবাসন ব্যবস্থার সমস্যার সমাধান, উন্নয়ন ফি দিয়ে সঠিক উন্নয়ন এবং অতিরিক্ত ফি বন্ধকরণসহ দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭ 
এমএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।