ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

করিমগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, জানুয়ারি ৪, ২০১৮
করিমগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মধ্যে কলেজ ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের এক গ্রুপ করিমগঞ্জ কলেজ মাঠে এবং অপর গ্রুপ বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশের আয়োজন করে।

বিকেলে উভয় গ্রুপ মিছিল বের করলে সংঘর্ষ বাঁধে। এতে করিমগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হায়াত রনিসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়। পুলিশ ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।