তিনি বলেন, এ মুহুর্তে নির্বাচন হলে কী হবে সেটা ভাবার দরকার নাই। যখন ভোট হবে তখন ভাবলেই চলবে কতটা ভোট পাওয়া যাবে।
তিনি আরো বলেন, জনগণ মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে বলে আসে নাই যে, এ মুহূর্তে ভোট হলে তাদের ৮০ ভাগ ভোট দেবে। বিএনপির যে কতটুকু জনপ্রিয়তা আছে সেটা জনগণ দেখেছে। জনপ্রিয়তা থাকলে ২০১৪ সালের নির্বাচনে তারা অংশ নিতো।
হানিফ বলেন, আমরা অপেক্ষায় আছি আগামী নির্বাচনে অংশ নিয়ে তারা প্রমাণ করুক কতভাগ মানুষ তাদের পক্ষে আছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে একটি বেসরকারি টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার জয়নূল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতারা।
বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন হানিফ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ