সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) উচ্চ আদালতের জামিনের আবেদন করলে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো. খোরশেদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ আজাদসহ আটজনকে আড়াইহাজার থানার নাশকতার মামলায় এক বছরের জামিন দেন।
অন্য জামিনপ্রাপ্তরা হলেন- থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল, মনির হোসেন, মো. সালাহউদ্দিন মোল্লা, রাজীব মিয়া, গাজী আহসান উল্লাহ, তসলিম উদ্দিন ও সুজন খান।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, এ মামলা সম্পূর্ণ মিথ্যা। আমরা যারাই জেল খেটেছি এতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের দুঃখ নেত্রীকে ফরমায়েশি রায়ের মাধ্যমে কারাগারে নিয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রক্রিয়ায় খালেদা জিয়ার জেল জীবন দীর্ঘায়িত করার চেষ্টা চলছে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাই। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আরআর