ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে গণসমাবেশে নজরুল ইসলাম খান-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। দেশের স্বার্থে, জণগণের স্বার্থে-গণতন্ত্রের স্বার্থে তার মুক্তি প্রয়োজন। তাই শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চরপাড়াস্থ আল-বারাকা কনভেনশন সেন্টারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম খান বলেন, নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

খালেদা জিয়া ৩টি আসনে নির্বাচন করবেন। কোনো আসনে তিনি পরাজিত হলে রাজনীতি ছেড়ে দেবো।
তিনি আরও বলেন, যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সে মামলার কোনো ভিত্তি নেই। আইন অনুযায়ী তাকে অভিযোগ পড়ে শোনানো হয়নি।  

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারকে চান্স দেবেন না। সরকার আশা করেছিলো খালেদা জিয়ার সাজা হলে আমরা বাসে ঢিল মারবো। তখন তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে আমাদের নামে মামলা দেবে। কিন্তু সে সুযোগ সরকার পায়নি।

বিশেষ অতিথির বক্তেব্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্থানীয় প্রশাসনকে ইঙ্গিত করে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা ভাববেন না। দয়া করে অশান্ত হওয়ার জন্য উস্কানি দেবেন না।

গণসমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নূরজাহান ইয়াসমীন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, বিএনপি নেতা অধ্যপক শেখ আমজাদ আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।    

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।