মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) ২৮তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার এতো বছর পরেও রাজাকার কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশে একবার মুক্তিযুদ্ধের অন্যবার রাজাকারের সরকার এই রাজনীতির খেলা চিরদিনের জন্য বন্ধ করতে হবে।
তিনি বলেন, বিএনপি এবং খালেদা যতদিন বাংলাদেশের রাজনীতিতে থাকবে ততদিন এদেশে জঙ্গি উৎপাদন বন্ধ হবে না। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে দিতে হবে। বলতে পারেন, উপড়ে ফেলা গণতান্ত্রিক শব্দ নয়, কিন্তু আমি বলব যুদ্ধের মাঠে রাজনৈতিক প্রতিপক্ষকে উপড়ে ফেলতে হবে। যুদ্ধের ভাষায় হচ্ছে ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে।
বিএনপি দেশকে উল্টোপথে পরিচালিত করেছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদের সহযোগিতায় বাংলাদেশ তার আপন পথে পরিচালিত হচ্ছে। পরাজিত জঙ্গিরা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছিল। জঙ্গিবাদ, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সব বিশ্ববিদ্যালয়ে নিষ্ঠাবান ছাত্রদের ছাত্রলীগের পতাকাতলে নিয়ে আসতে হবে। ছাত্রদের মধ্যে সঠিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ডাকসুসহ সব ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে যেন সেই নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ।
দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন, শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এসকেবি/এসএইচ