মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এই মামলায় বিচারিক আদালতে খালেদার পক্ষে লড়া দুই আইনজীবী আব্দুর রেজাক খান এবং আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দেওয়ায় ৫ বছরের দণ্ড মাথায় নিয়ে জেলে আছেন খালেদা জিয়া। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেছেন।
তবে নিম্ন আদালতের নথি আসার পর খালেদার জামিন আবেদনের ওপর আদেশের জন্য সময় রেখেছেন হাইকোর্ট। ওই জামিন আবেদনের শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা ছাড়াও উপস্থিত থেকেছেন সাবেক দুই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক ও এএফ হাসান আরিফ।
এর মধ্যে মঙ্গলবার এবার তারা দ্বারস্থ হয়েছেন বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী ও গণফোরামের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেনের।
জানতে চাইলে আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আমরা ওনার (ড. কামাল) চেম্বারে গিয়েছিলাম। মামলার বিষয় নিয়ে আলোচনা করেছি। মামলার একটি অনুলিপিও তিনি রেখেছেন। এ মামলা নিয়ে দেশনেত্রীর (খালেদা জিয়া) প্রতি ওনার সহানুভূতি আছে।
খালেদার পক্ষে মামলায় লড়তে তিনি রাজি হয়েছেন কিনা এমন প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, এখানে রাজি অরাজির বিষয় না। তিনি মামলার অনুলিপি রেখেছেন এবং দেখেছেন।
এদিকে গণফোরামের নির্বাহী সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, তারা স্যারের (ড.কামাল হোসেন) চেম্বারে গিয়েছেন, মামলা নিয়ে ডিসকাশন করেছেন। স্যার মামলার নথি দেখেছেন। ফখরুল সাহেবও ছিলেন। সঙ্গে দুই আইনজীবী। যারা ফৌজদারি মামলায় বিশেষজ্ঞ।
ড. কামাল হোসেন এ মামলায় লড়তে রাজি হয়েছেন কিনা এমন প্রশ্নে সুব্রত চৌধুরী বলেন, স্যার তো ফৌজদারি মামলা করেন (পরিচালনা) না।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ইএস/এমএ