দুপুর দেড়টায় খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর খুলনার জনসভা উপলক্ষে ১১০ ফুট দের্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকা আকৃতির সভামঞ্চ তৈরি করা হচ্ছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত নান্দনিক দলীয় প্রতীকের এ মঞ্চের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ২০ ভাগ বৃহস্পতিবার (১ মার্চ) শেষ হবে বলে জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
তিনি বলেন, বিশাল নৌকা আকৃতির সভা মঞ্চে ২৫০ জন মানুষের আসন থাকবে। প্রধানমন্ত্রী, সভার সভাপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, দক্ষিণ জনপদের দলীয় সংসদ সদস্যরা, কেন্দ্রীয় নেতারা, সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা এসব আসনে বসবেন।
তিনি আরও বলেন, ৩ মার্চ খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভায় অন্তত ১০ লাখ মানুষের জমায়েতের কথা ভাবছে স্থানীয় আওয়ামী লীগ। যার অর্ধেকই থাকবে নারী। যারা সার্কিট হাউস মাঠে অবস্থান করবেন। এছাড়া প্রায় ৪ হাজার মুক্তিযোদ্ধা থাকবেন জনসভায়।
এদিকে সার্কিট হাউস ময়দানের জনসভা ঘিরে চলছে নানামুখী প্রস্তুতি। দিনরাত সমানতালে চলছে প্রচারণা। হচ্ছে দফায় দফায় বৈঠক। থেমে নেই প্রচার মিছিল। শুভেচ্ছা তোরণে ছেয়ে গেছে শহর। নৌকা আকৃতির ইজিবাইকে চলছে মাইকিং।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, স্মরণকালের সর্ববৃহৎ লোকসমাগম হবে শনিবারের জনসভায়। পুরো খুলনা শহরই হবে জনসভাস্থল। সভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। আর নেতাকর্মীরাও উজ্জীবীত হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮ , ২০১৮
এমআরএম/এসএইচ