শুক্রবার (০২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জহরুল হক হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত সব দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর অন্যান্য দেশ আমেরিকা, ভারতসহ বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হয়েছে বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
নিজ হলের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, আমরা ইকবাল হলে বসেই ৬৯’র গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করি। সব আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিলো ইকবাল হল। মানুষ তার দাবিসহ সব কিছু নিয়ে ইকবাল হলে আসতো। আমরা তখন সেগুলো সমাধানের পন্থা বের করতাম।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পুনর্মিলনীর আহ্বায়ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার। সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইকবাল মাহমুদ বাবলু।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এসকেবি/ওএইচ/