ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ

গাইবান্ধা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। 

রোববার (৪ মার্চ) দুপুরে  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  ও দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। এসময় দলের কেন্দ্রীয় ও জেলা  পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এর আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ উপজেলায় পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয় পুলিশ।


বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।