ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াতের দেশে থাকার অধিকার নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
জামায়াতের দেশে থাকার অধিকার নেই অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত/ছবি: বাংলানিউজ

ঢাকা: জামায়াতকে দেশের শত্রু উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের এ দেশ থাকার কোনো অধিকার নেই। 

সোমবার (০৫ মার্চ) দুপুর সচিবলায়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস ইকোনোমি সার্ভিসেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিএনপির প্রক্রিয়ায় বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির কথায় মনে হয় তারা জামায়াতকে সঙ্গে দিয়ে এটি করেছে।

জামায়াত দেশের শত্রু, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। জামায়াত নিষিদ্ধ করার কোনো উদ্যোগ আছে? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, হ্যাঁ এরকম একটা উদ্যোগ আছে, তবে নিষিদ্ধ করা মুশকিল।

ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা খুবই সঠিক। তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। বিশ্বের কোথাও এটা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।