মঙ্গলবার (০৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন পালন করেন তারা।
দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলানিউজের ব্যুরো ও করেসপন্ডেন্টদের পাঠানো খবরে বিস্তারিত তুলে ধরা হলো:
খুলনা ব্যুরো জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে মহানগর বিএনপি।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর আহবায়ক আজিজুল হাসান দুলু প্রমুখ।
একই স্থানে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
লক্ষ্মীপুর স্টাফ করেসপন্ডেন্ট জানান, সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে পৃথক মানববন্ধন করছেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়া, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন ও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
একই দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বিএনপির অপর একটি অংশ মানববন্ধন করেছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন ও সদর যুবদলের সভাপতি খালেদ মো. আলী কিরণ প্রমুখ।
মাগুরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সকালে জেলা জজ আদালতের সামনে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, শাখায়াৎ হোসেন, শাহেদ হাসান টগর, ওয়াসিকুর রহমান কল্লোল প্রমুখ।
এছাড়া খাগড়াছড়ি, চাপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, রাজবাড়ী, সিরাজগঞ্জে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে
এদিকে মানববন্ধন চলাকালে রাজরাড়ী থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক কাওছার মাহমুদ ও যুবদল নেতা জিল্লুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরআইএস/