তিনি বলেন, মামলার নথি পাঠাতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। মূলত খালেদা জিয়ার জামিন বিলম্বিত করতে নিম্ন আদালত কাজ করছে।
মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আইন আদালত কিছুই না, খালেদা জিয়া শেখ হাসিনার ব্যাক্তিগত আক্রোশের শিকার। তার রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া এতো জনপ্রিয় কেন, তাই তার মনের ক্ষোভ মিটাতে তার সঙ্গে এমন করা হচ্ছে। দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া বাইরে থাকতো আর দুঃশাসন ও লুটপাটের কারণে শেখ হাসিনা কারাগারে থাকতো।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটির নেতাকর্মীসহ দেশবাসী উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করতে চাইলে অনুমতি পায়নি। অথচ তার বিভিন্ন সময়ে হাঁটু ও পায়ের চিকিৎসা চলছিল এমনকি তিনি ডায়াবেটিসের চিকিৎসা করান। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় তিনি বলেন, বিএনপি আজ চেয়ারপারসনের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেখানে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো কিছুই হয়নি। অথচ সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পিস্তল উচিয়ে গ্রেফতার করেছে। মনে হচ্ছে যেন কোনো দুর্ধ্বর্ষ ব্যক্তিকে ধরে নিচ্ছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি, একই সঙ্গে তার মুক্তি দাবি করছি।
রোববার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা সফল করতে বুধবার (৭ মার্চ) বিকেল ৪টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা সব থানা ও ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান এ জেড এম ডা. জাহিদ, উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এএম/এসএইচ