বুধবার (০৭ মার্চ) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তন শুরু হবে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে।
তিনি আরো বলেন, মানুষ শান্তিতে নেই, কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারে না, দেশে খুন, ধর্ষণ, গুম চলছে, জাতীয় পার্টি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান করবে।
আগামী ১৩ মার্চ সুন্দরগঞ্জের উপ-নির্বাচন, আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, রংপুর সিটি নির্বাচনের মত একটি নিরপেক্ষ নির্বাচন যেন সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের উপর সাধারণ মানুষের বিশ্বাস অর্জন হবে বলে জানান এরশাদ।
জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন-জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, সুন্দরগঞ্জ উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এর আগে এরশাদ দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে করে সদর উপজেলার মধু বিড়ির চাতালে এসে পৌঁছান, সেখান থেকে দাড়িয়াপুরে জনসভা শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ