ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে লড়বেন কনকচাঁপা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে লড়বেন কনকচাঁপা মোহাম্মদ নাসিম ও কনকচাঁপা

ঢাকা: বিএনপির মনোয়নপত্র দেওয়ার মাধ্যমে যেন আরও জমে উঠেছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের মুখ্যপাত্র মোহাম্মদ নাসিম। তার বিরুদ্ধে এই আসনে ধানের শীষের হয়ে লড়তে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। 

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে সিরাজগঞ্জ-১ আসনে লড়তে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন মোহাম্মদ নাসিম।

**বিএনপির মনোনয়ন পেলেন কনকচাঁপা

এদিকে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে কণ্ঠশিল্পী কনকচাঁপা সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন।

মোহাম্মদ নাসিম বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ। তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও। অন্যদিকে রাজনীতির মাঠে একাবারেই নতুন মুখ কনকচাঁপা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮ 
এমআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।