ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোর সদর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
যশোর সদর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ শাহীন চাকলাদার

যশোর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল আওয়াল এতথ্য নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি জানান, ডিসি বরাবর লেখা পদত্যাগপত্রটি সোমবার (২৬ নভেম্বর) একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তার কার্যালয়ে এসে জমা দেন।

আইন মোতাবেক তিনি পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহীন চাকলাদার স্বাক্ষরিত পদত্যাগপত্রটি তিনি নিজেই ডিসির কার্যালয়ে জমা দিয়েছেন। তবে রাজনৈতিক পলিসিগত কারণেই সেটা সেদিন জানানো হয়নি।

এক প্রশ্নের উত্তরে শাহারুল বলেন, ২০১৪ সালে দলীয় প্রধান শাহীন চাকলাদারকে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন, সেই দাবী নিয়েই হাইকমান্ডে যোগাযোগ অব্যহত রেখেছেন তিনি। আমরা এখনও আশাবাদী।

এদিকে, জেলা আওয়ামী লীগের সবচেয়ে দাপুটে এবং পরীক্ষিত হিসেবে পরিচিত শাহীন চাকলাদারের পদত্যাগের বিষয়টি শহরে 'টক অব দ্যা টাউনে' পরিণত হয়েছে। গোটা জেলার রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।  

রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, যশোর-৩ (সদর) কিংবা যশোর-৬ (কেশবপুর) আসনের জন্য চেষ্টা চালাচ্ছেন শাহীন। এ বিষয়ে দলীয় হাইকমান্ডের সিগনাল থাকতে পারে বলেও ধারণা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।