ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
গোপালগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন যারা আ’লীগ ও বিএনপি প্রার্থীদের মানোনয়ন দাখিল

গোপালগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম ও লে. কর্নেল (অব.) ফারুক খানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে গোপালগঞ্জ-০২ আসনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।  

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ, দুই ছেলে শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন।

এরআগে, তিনি টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

অন্যদিকে, গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের প্রার্থী লে. কর্নেল (অব.) ফারুক খানের পক্ষে সহকারী উপজেলা রির্টানিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাসলিমা আলীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে, গোপালগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ-০২ আসনে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ডা. কেএম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও আফজাল হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলী, সিনিয়র সহ-সভাপতি এম মনিরুজ্জামান পিনু, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ রাফিকুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন উপস্থিত ছিলেন।  

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির ছয় প্রার্থী মানোনয়নপত্র দাখিল করেছেন।  

মঙ্গলবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জ-০৩ আসনে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।