ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়া-৭ আসনে খালেদা না হলে বাদলকে প্রার্থী দেওয়ার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
বগুড়া-৭ আসনে খালেদা না হলে বাদলকে প্রার্থী দেওয়ার দাবি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নেতারা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি প্রার্থী হতে না পারেন তাহলে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদলকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার (০১ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের নেতারা এমন দাবি জানিয়েছেন।

ইসলামী ঐক্যজোট বগুড়া জেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামছুল হক সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।


 
তিনি বলেন, ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোটের শরিক দল। খালেদা জিয়া প্রার্থী হলে ইসলামী ঐক্যজোটের পাশাপাশি হেফাজতে ইসলাম নির্বাচনী যুদ্ধে অগ্রগামী ভূমিকা পালন করবে বলে মনে করেন তারা। কিন্তু খালেদা জিয়া প্রার্থী হতে না পারলে ক্লিন ইমেজ প্রার্থী সরকার বাদলকে প্রার্থী করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে খেলাফতে মজলিসের জেলার সভাপতি মুফতি আব্দুল ওয়াহেদ, ইসলামী ঐক্যজোটের সদর থানা সভাপতি মাওলানা মিজানুর রহমান, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়া-৭ আসনে বিএনপি থেকে দলীয়ভাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
 
এছাড়াও নিজ উদ্যোগে জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।