ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাড়ে ৫ হাজার টাকার জন্য মনোনয়ন বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
সাড়ে ৫ হাজার টাকার জন্য মনোনয়ন বাতিল রেজা কিবরিয়া/ফাইল ফটো

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়ন সাড়ে পাঁচ হাজার টাকার জন্য বাতিল করেছেন হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন রেজা কিবরিয়া।

রোববার (২ ডিসেম্বর) সকালে হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে সাড়ে পাঁচ হাজার টাকার বিল বাকি থাকার জন্য তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।



জানতে চাইলে রেজা কিবরিয়া বাংলানিউজকে বলেন, আমি বিদেশে থাকি। আমার সিটি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড আছে। বাৎসরিক ফি বাবদ সাড়ে পাঁচ হাজার টাকার একটি বিল আমার ভুল ঠিকানায় গিয়েছিল বলে জমা দেওয়া হয়নি। এজন্য মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, এটাতে কোনো সমস্যা হবে না। ইতোমধ্যেই ওই ক্রেডিট কার্ডের টাকা জমা দেওয়া হয়েছে। আমি আপিল করেছি। সোমবার (৩ ডিসেম্বর) মনোনয়ন বৈধ হবে বলে আশা করছি।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।