ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

শার্শায় নাশকতা মামলায় গ্রেফতার ৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, ডিসেম্বর ২, ২০১৮
শার্শায় নাশকতা মামলায় গ্রেফতার ৯

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপির নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ডিসেম্বর) দুপুর ২টায় তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শার শুড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে আব্দুস সালাম, গোড়পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, রামচন্দ্রপুর গ্রামের চেরাক আলীর ছেলে ইব্রাহিম, নাভারন রেল বাজারের মোহাম্মদ আলীর ছেলে রেজাউল ইসলাম, বেনেখড়ি গ্রামের আবু হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন, টেংরা গ্রামের ইরফান সরদারের ছেলে আব্দুল লতিফ, রাড়িপুকুর গ্রামের আজগার আলী গাজীর ছেলে শামসুর রহমান, বাগআচড়া গ্রামের বাহর আলীর ছেলে হাসানুজ্জামান ও বসতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল হোসেন।  

পুলিশ জানায়, তাদের কাছে গোপনে খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে বিএনপি-জামায়াতের লোকজন জড়ো হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের নয়জনকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে সাতটি বোমা, কয়েকটি রেললাইনের পাথর ও লাঠি জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।