ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মায়া আউট রুহুল আমিন ইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
মায়া আউট রুহুল আমিন ইন

ঢাকা: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় ও জোটের প্রার্থী চূড়ান্ত করে মনোনীতদের চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোট-মহাজোটের খেলায় এবার অনেক হেভিওয়েট প্রার্থীও পাননি নৌকার টিকিট। সবশেষ এ তালিকায় যুক্ত হলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

পরিবারের সদস্যদের নানা বিতর্কিত কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ থেকে ব্যাকফুটে চলে গেছেন এক সময়ের ক্ষমতাধর এই নেতা। নারায়ণগঞ্জ সেভেন মার্ডারের সঙ্গে জড়িত তার জামাতা।

নিজ পুত্রের কারণেও বিতর্কিত হয়েছেন মায়া।

একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে তার আসনে বিকল্প রাখা হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুলকে। শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে ভাগ্যদেবী মায়ার প্রতি মায়া দেখাননি, এবার ভাগ্যের শিকে ছিঁড়েছে নুরুল আমিনের।

এবার তার নির্বাচনী এলাকা চাঁদপুর-২ থেকে নৌকার চূড়ান্ত টিকিট পেয়েছেন নুরুল আমিন। শুক্রবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নপত্র দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে ভোট হতে যাচ্ছে। তাই এবার নির্বাচন কঠিন হবে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।