ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২১ জন প্রার্থীর বৈধ মনোনয়ন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

ঠাকুরগাঁও-১ আসনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, ওয়ার্কাস পার্টির ইমরান হোসেন চৌধুরী।

ঠাকুরগাঁও-২ আসনে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা।

ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ ন্যাশলালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র এনামুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ের সময় ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।