ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর সদরে আ’লীগ-বিএনপি, অন্য আসনে শরিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
লক্ষ্মীপুর সদরে আ’লীগ-বিএনপি, অন্য আসনে শরিক

লক্ষ্মীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে কেবল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ-বিএনপি। অন্য তিনটি আসনে বড় দুই জোটের শরিকদের লড়াই।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ঐক্যফ্রন্টে কিংবা মহাজোট ভাগ বসাতে পারেনি। এখানে আওয়ামী লীগ সরকারের বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল, শক্ত অবস্থানে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এ আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি। তবে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি (জাপা)।  

অপরদিকে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মহাজোটের নৌকা প্রতীকে লড়বেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এখানে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. শাহাদাত হোসেন সেলিম।  

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকার মাঝি হয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব লড়বেন ধানের শীষ প্রতীকে।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচনী মাঠে আছেন সংসদ সদস্য মোহাম্মদ নোমান। ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।