ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লতিফ সিদ্দিকীর ‘অবস্থানে’র প্রতিবাদে কুশপুতুল দাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
লতিফ সিদ্দিকীর ‘অবস্থানে’র প্রতিবাদে কুশপুতুল দাহ কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করেছেন নৌকার প্রতীকের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে লতিফ সিদ্দিকীর টানা অবস্থান কর্মসূচির প্রতিবাদে সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিহাতীর এলেঙ্গায় এ কর্মসূচি পালন করেন তারা।  

নিজের বহরে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলামের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন লফিত সিদ্দিকী।

তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে সেখানেই রাত্রিযাপন করেন তিনি। সোমবার ভোরে শীতের পাশাপাশি বৃষ্টি হলেও তিনি অবস্থান ছাড়েননি।

এরমধ্যেই সকালে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ফের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ফিরে আসেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করে তাকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা করেন।
 
এদিকে হাসান ইমাম খানের সমর্থকদের কর্মসূচির সময় লতিফ সিদ্দিকীর সমর্থকরা এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
আরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।