ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত নেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত নেতার কারাদণ্ড

কুড়িগ্রাম: কুড়িগ্রাম-১ আসনের অন্তর্গত নাগেশ্বরী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাজী হাবিবুল হক খন্দকারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হাবিবুল ওই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত বিবাহ রেজিস্টার (কাজী) এবং ইউনিয়ন জামায়াতের আমির।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এ রায় দেন।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিতরবন্ধ বাজারে গত ১৬ ডিসেম্বর কুড়িগ্রাম-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানার নির্বাচনী পথসভায় সাঈদীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন কাজী হাবিবুল হক খন্দকার।  

তিনি তার বক্তব্যে বলেন, বিনা কারণে এ সরকার আলেম সাঈদীকে কারাগারে বন্দি করে রেখেছেন। সেখানে তাকে দিয়ে ফুলের বাগান পরিষ্কার করানো হয়। ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে এ সরকারকে উৎখাত করে ওনাকে মুক্ত করতে হবে।  

তার এ উস্কানিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার বিকেলে তাকে ভিতরবন্দ ইউনিয়ন কাজী অফিস থেকে আটক করে নাগেশ্বরী পুলিশ। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড আল ইমরান তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।