ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নিরাপত্তা’ না পেলে প্রচারণা থেকে সরে যাবেন মওদুদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘নিরাপত্তা’ না পেলে প্রচারণা থেকে সরে যাবেন মওদুদ 

নোয়াখালী: জীবনের ‘নিরাপত্তা’ না পেলে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের (ধানের শীষ) প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

তিনি আরও বলেন, আজ সকালে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তাকে বহনকারী গাড়িসহ দু’টি গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় তার পাঁচ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে তারা। বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছেন।

** মওদুদের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ