ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় ঐক্যফ্রন্টের দুইদিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
খুলনায় ঐক্যফ্রন্টের দুইদিনের কর্মসূচি

খুলনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) খুলনা-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় খুলনার কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে ধানের শীষের সমর্থনে নির্বাচনী মিছিল।

এতে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং বিএনপিসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে একটি সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানে মহান রাব্বুল আলামিনের সাহায্য কামনায় ‘দোয়া দিবস’ পালন করা হবে। এতে নগরবাসীকে স্ব স্ব অবস্থানে থেকে অবাধ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া করার জন্য আহবান জানানো হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনষ্ঠিত হবে।

মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।