বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের থানা পুকুরপাড় এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম আকরামের বাসায় সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল ও মহাজোট প্রার্থীকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
নয়াপাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. এনামুল হক রিয়াজ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
ওই মামলায় নাম উল্লেখিত ৭৪ জন আসামির মধ্যে আব্দুস সবুর খান সেন্টু ৩ নাম্বার আসামির তালিকায় রয়েছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জেডএস