ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফেরারি আসামিদের ফিরিয়ে এনে বিচার করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
ফেরারি আসামিদের ফিরিয়ে এনে বিচার করা হবে বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আদালতের দণ্ডপ্রাপ্ত যেসব দুর্নীতিবাজ বিদেশে পালিয়ে আছেন, এবার সেইসব সন্ত্রাসী-খুনি-দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তাদের ক্ষেত্রে ওই দেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। 

মঙ্গলবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া গালর্স স্কুলে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

এসময় বিএনপির ভোট বাতিলের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক।

জনগণ উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে মহাজোটকে ভোট দিয়েছে। বিএনপি বা ঐক্যফ্রন্ট কিভাবে ভোট পাওয়ার আশা করে। ক্ষমতায় থাকতে বা বাইরে থাকতে কোনো জনকল্যাণমূলক কাজ তারা করেনি। সেই কারণে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারেনি। তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন, নেতাকর্মীরা এবার তার মুক্তির জন্য ভোট চেয়েছেন।

এসময় নতুন বছরের প্রথম দিনে কুষ্টিয়া জেলার মোট ৩৮১টি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন হানিফ।  

এসময় গালর্স স্কুল, জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad