ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: রিজভী

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, সেপ্টেম্বর ১, ২০১০

নাটোর: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন,  বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। তাই তাদের কাছে কেউ নিরাপদ নয়।



বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বুধবার বিকেলে নাটোর শহরের ওয়াপদা কলোনি মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।