মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের শাহপরান ব্লকের যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
এসময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে জালালাবাদ সেনানিবাস এলাকার দমকল বাহিনীর দু’টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।
সূত্র আরো জানায়, যুবলীগের সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী শাহপরান ব্লকের যুবলীগ নেতা খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ এবং ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশিয় অস্ত্রসহ উভয় গ্রুপ একে অপরকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, অভ্যন্তরীণ কোন্দল থেকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। ফলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এনইউ/আরবি/