ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসপাতালে জাপা নেতাকর্মীরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
হাসপাতালে জাপা নেতাকর্মীরা হাসপাতালে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ছুটে যান নেতাকর্মীরা। এ সময় অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তেও দেখা যায়। 

রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান জাতীয় পার্টির নেতাকর্মীরা।

 

হাসপাতালে ছুটে যান জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানা,  জিয়াউদ্দিন বাবলু, এবিএম রুহুল আমিন হাওলাদার, ফয়সাল চিশতী, সালমা ইসলাম, সুনীল শুভ রায়সহ আরও অনেকে। অনেক তৃণমূল নেতাকর্মীও ছুটে যান হাসপাতালে।

এ সময় অনেককে কান্না করতেও দেখা যায়। জাতীয় পার্টির নেতা সোহেল রানা বলেন, আমরা অভিভাবককে হারালাম। তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অভাব অপূরণীয়।  

জাতীয় পার্টির নেতা ফয়সাল চিশতী বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ তিনি দেশকে অনেক কিছু দিয়েছেন। তা জাতি মনে রাখবে। আমরা একজন বড় রাজনীতিবিদকে হারিয়েছি।  হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ দেখতে হাসপাতালে নেতাকর্মীরা।  ছবি: বাংলানিউজ এরশাদের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরাও সেখানে ছুটে যান। হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা রওশন এরশাদ, তার ছেলে এরিক এরশাদসহ আরো অনেকে।  

এর আগে রোববার সকাল পৌনে ৮টার দিকে এরশাদ মারা যান। তার প্রথম জানাজা অনুষ্ঠিত রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে।  

জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায়; জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আর ওইদিন বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে এরশাদের মরদেহ। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।  

আর সোমবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। পরে রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে তার মরদেহ।

এদিকে নিজ নির্বাচনী এলাকা রংপুরে এইচ এম এরশাদের মরদেহ নেওয়া হবে মঙ্গলবার (১৬ জুলাই)। মশিউর রহমান রাঙ্গা বলেন, ওইদিন সকাল ১০টায় হেলিকপ্টারে করে প্রয়াত পার্টি প্রধানের মরদেহ রংপুরে নেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে।
 
ওই বিকেলে হেলিকপ্টারে মরদেহ ঢাকায় এনে সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান দলটির এই নেতা।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।