সোমবার (১৫ জুলাই) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এরশাদের মরদেহবাহী কফিনের সঙ্গে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।
মঙ্গলবার (১৬ জুলাই) বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হবে। বাদ আছর বনানীতে সেনাবাহিনীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএমএকে/এএ