সোমবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ফুড প্যালেস ময়দানে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ মাসের শেষ দিকে তিনটি বিভাগীয় শহরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশের ঘোষণার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘বিভাগীয় সমাবেশের নামে অতীতের মতো কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর সহ্য করা হবে না।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, চৌদ্দগ্রাম পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম বাহার, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেনসহ জেলা, উপজলা ও ইউনিয়ন আওয়ামী নেতারা বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীরা বারবার হত্যার চেষ্টা করেছে। কিন্তু তিনি অকুতোভয়, কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। বুকে পাথর বেঁধে নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ২৩ জুন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। ’
‘ডিজিটাল বাংলাদেশ আজ আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে বাংলাদেশে আজ দিনবদলের পালা। গ্রাম-শহরের পার্থক্য আজ ঘুচে গেছে, খাদ্যঘাটতির দেশ আজ খাদ্যে উদ্বৃত্ত্ব, যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে মশকরা করতো, তারাই আজ মোবাইল-ইন্টারনেট নিয়ে ডিজিটাল পথে হাঁটছে। কিন্তু এ উন্নয়ন কারও কারও সহ্য হয় না, আর দেশের বিরুদ্ধে তাদের চক্রান্ত আমাদের দমন করতে হবে। ’
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এইচএ/