ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লংগদুতে ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
লংগদুতে ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

রাঙামাটি: দলের নিয়ম অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাঙামাটির লংগদু উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সই করা এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্ররা হলেন- লংগদু মডেল কলেজ শাখার সদস্য মনোয়ার হোসেন, মাইনীমুখ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আফজাল হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন এবং মাইনীমুখ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রাসেল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান, দলের নিয়ম অমান্য এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় লংগদু উপজেলার বিভিন্ন ইউনিট শাখার ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবে না এবং তাদের কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায়িত্ব জেলা ছাত্রলীগ নেবে না।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।