ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্দোলনে ব্যর্থ কুচক্রী মহল ছেলেধরা গুজব ছড়িয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আন্দোলনে ব্যর্থ কুচক্রী মহল ছেলেধরা গুজব ছড়িয়েছে

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একটি কুচক্রী মহল জ্বালাও-পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে ছেলেধরা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

বুধবার (২৪ জুলাই) সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলায় পৃথক তিনটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে হেরে গিয়ে, আন্দোলন করে আওয়ামী লীগকে হটানো যাবে না জেনে তারা এ চক্রান্ত শুরু হয়েছে।

মিথ্যা গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে ওই মহলটি। তিনি এমন পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।  

বন্যাদুর্গত মানুষের উদ্দেশে নাসিম বলেন, প্রাকৃতিক যে কোনো দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও দুর্গতদের পাশে রয়েছে এবং থাকবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল দুর্গত এলাকায় আসেনি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা-বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে।  

নাসিম আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে প্রিয়া সাহার বক্তব্য ড. কামাল হোসেন গংদের প্ররোচণায় কি-না তা খতিয়ে দেখতে হবে।  

তিনি দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, পরে কাজিপুর আরডি হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ এবং বিকেল তিনটায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নে কামার-কুমার-জেলেসহ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভাতার কার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে তিনি সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ মহল্লায় অসুস্থ্য সাংবাদিক বাবু ইসলামকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময়  উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দীকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল আলম, বাগবাটি  ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।