সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বুধবার (২৪ জুলাই) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এর প্রতিবাদে বিকেল ৫টার দিকে জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজৈর উপজেলা ছাত্রলীগের একটি অংশ।
এদিকে অবরোধের ফলে মহাসড়কে যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরএ