ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজৈরে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
রাজৈরে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রাজৈর উপজেলা ছাত্রলীগের একটি অংশ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদকে বহিষ্কারের প্রতিবাদে বুধবার (২৪ জুলাই)বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।  

বুধবার (২৪ জুলাই) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

 

এর প্রতিবাদে বিকেল ৫টার দিকে জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজৈর উপজেলা ছাত্রলীগের একটি অংশ।

এদিকে অবরোধের ফলে মহাসড়কে যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।