মঙ্গলবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে না পেরে এখন তারা (বিএনপি) সরকারের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাবে আওয়ামী লীগ। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চলবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। একই সময় ঢাকার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‘২ আগস্ট জুমার নামাজের কারণে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ডেঙ্গু মোকাবিলায় অভিযান চালানো হবে। আর ৩ আগস্ট যথারীতি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে। জেলা-উপজেলা পর্যায়ে নেতারাও এ অভিযানে অংশ নেবেন। এখন সংসদ অধিবেশনের কার্যক্রম চলছে না। সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন। ’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বুধবার (৩১ জুলাই) দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হবে। একটি প্রতিনিধি দল এটি জমা দিতে কমিশনে যাবে।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র আতিকুল ইসলাম ও সাঈদ খোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এসএমএকে/একে