মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পশ্চিম যাত্রাবাড়ী আল-ইসলাম কমিউনিটি সেন্টারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর (পূর্ব) জাসদ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোনো গাফিলতি বা অজুহাত নয়, ডেঙ্গু বিষয়ে একে অপরকে দোষারোপ করাও শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে মানুষ বাঁচাতে সবাই একসঙ্গে মাঠে নামুন।
জাসদ সভাপতি বলেন, রাষ্ট্র ও প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহিতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট বাড়ছে। রাষ্ট্র ও প্রশাসনের সব স্তরে আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের আহ্বান জানাই।
এসময় তিনি এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।
ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরকেআর/এএ