ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাসাইলে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
বাসাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি সভা আহ্বান করাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রাত ৮টা পর্যন্ত ধারা বহাল থাকবে।

বুধবার (৩১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা ছিল।  একই স্থানে একই সময় দু’পক্ষ সভা আহ্বান করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ ধারা জারি করেন।

শামছুন নাহার স্বপ্না বলেন, সকাল ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ একই সময়ে প্রস্তুতিমূলক সভা ডাকে। একই সময়ে একইস্থানে সভা ডাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। রাত ৮টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।