বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরের শাহজালাল (রহ.) দরগাহ গেইট এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দলের কেন্দ্রীয় সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম শুরু করেন।
এ সময় মহানগর আওয়ামী লীগ নেতারা বলেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা করার জন্য কেন্দ্রের নির্দেশনা রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন করতে হবে। যেখানই দুর্যোগ-দুর্ভোগ আসবে, সেখানেই মানবিক মূল্যবোধ থেকে মানুষের পাশে দাঁড়ানো দরকার।
তারা বলেন, ডেঙ্গু রোগ সৃষ্টি হয়েছে জনসচেতনতার অভাবে। তাই মানুষকে সচেতন করার মাধ্যমে এ রোগ মোকাবিলা করা সম্ভব। এছাড়া সরকার ডেঙ্গু রোগের পরীক্ষায় ৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান এর চেয়ে বেশি ফি নিয়েও ভুল রিপোর্ট দিচ্ছে। তাই সরকারি নির্ধারিত ফি’র বেশি আদায় না করতে এবং সঠিক সেবা দিতে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। পাশাপাশি নেতাকর্মীদের প্রত্যেকের ওয়ার্ডের ঘর-বাড়ি পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতা বাড়ানো কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম-সম্পাদক ফয়জুল আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনইউ/আরআইএস/