বুধবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরের আখালিয়া নয়াবাজার এলাকায় নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনের জেরে ছাত্রলীগের উভয় গ্রুপ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘাতে জড়ায়।
ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, আহতদের মধ্যে মারুফ নামের একজনের অবস্থা গুরুতর। তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনইউ/জেডএস