ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত জমিরউদ্দিন সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত জমিরউদ্দিন সরকার

ঢাকা: সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখার দোতলার সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে কপালে ও গালে আঘাত পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

বুধবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তিনি আহত হলে তখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার পর বিকেল সোয়া ৩টার দিকে ঢামেক ছেড়ে যান জমিরউদ্দিন।

তার সঙ্গে থাকা অ্যাডভোকেট আল আমিন বাংলানিউজকে জানান, সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখায় কাজ শেষ করে দোতলার সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তার কপালের ওপরে ও কানের পাশে চামড়া ছিলে গেছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, তার সিটিস্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো আছে। ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছি। বাসায় বিশ্রাম নিলেই তিনি ঠিক হয়ে যাবেন বলে আশা করি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।