ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটিয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, অক্টোবর ৭, ২০১৯
শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটিয়েছে

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, সব সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পায়।

রোববার (৬ অক্টোবর) সিরাজগঞ্জ শহরে তার নিজ বাসভবনে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নে সব ধর্মের মানুষ সমান অংশীদার উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

জঙ্গিবাদের মদদদাতারা ক্ষমতায় থাকলে দেশ অশান্ত থাকে। ধর্ম নিরপেক্ষ রাস্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।  

নাসিম বলেন, দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানোই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছাতে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান আওয়ামী লীগের এ সিনিয়র নেতা।  

এ সময় দলের সহ-সভাপতি হাজী ইসহাক আলী, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, শেখ সেলিম আহম্মেদ, দানিউল হক মোল্লা অ্যাডভোকেট আব্দুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এং সাবেক সভাপতি জাকির হোসেন লিমন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।