ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জ আ’লীগের ৩ নেতা আজীবনের জন্য বহিষ্কার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
কোম্পানীগঞ্জ আ’লীগের ৩ নেতা আজীবনের জন্য বহিষ্কার   আজীবনের জন্য বহিষ্কৃত নেতারা

নোয়াখালী: দলীয় ভাবমূর্তি খুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

বহিষ্কৃতরা হলেন- পৌরসভা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ, বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মাছ কামাল)।

বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৌরসভা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌরসভা আওয়ামী লীগের এ তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।