ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় ককটেলসহ ৬ শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
নওগাঁয় ককটেলসহ ৬ শিবির কর্মী আটক আটক শিবির কর্মীরা। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসাপাড়া থেকে জিহাদি বই ও ককটেলসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে সদর থানায় প্রেস ব্রিফিং-এ এতথ্য জানায় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

আটক কর্মীরা হলেন-আব্দুল মান্নান (২০), বরিউল মাহাবুব (১৯), আব্দুস সবুর (১৯), মহি উদ্দিন (১৯), আলমগীর হোসেন মিঠু (৩৫) ও মেহেদী হাসান (১৯)।

পুলিশ সুপার জানান, রাতে নামাজগড় এলাকার একটি বাড়িতে অনন্ত ৩০ জন শিবির নেতাকর্মী মিটিং করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৬টি ককটেল, ১৫টি সাউন্ড বোমা ও বেশকিছু জিহাদি বইসহ ৬ শিবির কর্মীকে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।

জেলায় নৈরাজ্য সৃষ্টির জন্য তারা সংগঠিত হচ্ছিল বলে জানান তিনি। আটক কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।